কালীগঞ্জ উপজেলার অধীন কোলা ইউনিয়নে অবস্থিত কোলা নামক হাটে ৭৮ জন চান্দিনা ভিটির লীজ গ্রহীতা আছে। গত ২৯/১০/১৭ তারিখ সহকারী কমিশনার (ভূমি) কালীগঞ্জ কর্তৃক উক্ত বাজারের চান্দিনা ভিটির নবায়নের জন্য সরেজমিন দরখাস্ত গ্রহণ করা করা হয়। ২৭/১১/১৭ তারিখে জেলা প্রশাসক ঝিনাইদহের উপস্থিতে ৬৫ জন চান্দিনাভিটির ইজারা গ্রহীতাকে সরেজমিন ডিসিআর প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস