এক নজরে উপজেলা ভূমি অফিস, কালীগঞ্জ, ঝিনাইদহ এর তথ্যাবলী
১। অফিসের অবস্থান : ২৭ নং শিবনগর মৌজার আর.এস ১ নং খতিয়ানের
৫৮৫, ৫৮৬ নং দাগে যথাক্রমে ১.৮৮ ও ১.৯৩ একর
মোট ৩.৮১ একর জমিতে ০৫ (পাঁচ) কক্ষ বিশিষ্ট
ভবনে অবস্থিত।
২। জনবল : সহকারী কমিশনার (ভূমি)- ০১
সার্ভেয়ার- ০১
নাজির কাম-ক্যাশিয়ার- ০১
অফিস সহকারী- ০১
প্রসেস সার্ভার- ০২
অফিস সহায়ক- ০২
পরিচ্ছন্ন কর্মী - ০১
নিরাপত্তা প্রহরী- ০২
৩। উপজেলার আয়তন : ৩১৩.১০ বর্গ কিলোমিটার।
৪। ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা : ১১ টি।
৫। পৌর ভূমি অফিসের সংখ্যা : ০১ টি।
৬। মোট মৌজার সংখ্যা : ১৮৮ টি।
৭। আর এস রেকর্ড অনুযায়ী স্বত্বলিপির সংখ্যা: ৬৬৩ টি।
৮। মোট হোল্ডিং সংখ্যা : ১০৫৭৮৫ টি। এর মধ্যে সাধারণ ১০৫৪২৫টি,
সংস্থা ৩৬০টি।
৯। মোট গ্রামের সংখ্যা : ১৯৯টি।
১০। হাট বাজারের সংখ্যা : ৩২ টি।
১১। জলমহালের সংখ্যা : ২০টি। এর মধ্যে ২০ একরের উর্দ্ধে ০৮ টি,
২০ একরের নিম্নে ১০ টি।
১২। আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা : ০১ টি (৯ বারবাজার ইউনিয়নের অধীন বার
আউলিয়া আশ্রয়ণ প্রকল্প অবস্থিত যা যশোর-
ঝিনাইদহ মহাসড়কের পূর্ব পার্শ্বে অবস্থিত)।
১৩। গুচ্ছ গ্রাম : ০১ টি (৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের অধীন
‘স্পন্দন’ গুচ্ছগ্রাম নামে অবস্থিত যা কালীগঞ্জ-
জীবননগর মহাসড়কের উত্তর পার্শ্বে অবস্থিত)।
১৪। অর্পিত সম্পত্তি সংক্রান্ত তথ্য : মোট অর্পিত সম্পত্তির পরিমান ১৭৫৬.১৩
একর। এর মধ্যে ইজারাকৃত অর্পিত সম্পত্তির
পরিমাণ ৯৮.৩০ একর, ইজারা বহির্ভূত অর্পিত
সম্পত্তির পরিমাণ ১৬৫৭.৮৩ একর।
মোট দাবী: ৪,৯৫,৪৫০/- টাকা।
ভিপি লীজ কেস সংখ্যা: ১৫৬ টি।
১৫। মোট খাস জমির পরিমাণ : মোট খাস জমির পরিমাণ ৩১৬৪.২০ একর।
কৃষি খাস জমি ৩৪.০৭ একর
অকৃষি খাস জমি ৩১৩০.১৩ একর
বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমাণ ২.৮০ একর।
বন্দোবস্তযোগ্য অকৃষি খাস জমির পরিমাণ ৭.৯৬৩৭ একর।
১৬। ভূমি উন্নয়ন কর সংক্রান্ত তথ্য : ২০২১-২২ অর্থবছরের দাবী:
সাধারণ দাবী: ১,৩১,৬৭,৪০৩/- টাকা।
সংস্থার দাবী ২২,২৮,১২৩/- টাকা।
সর্বমোট দাবী: ১,৫৩,৯৫,৫২৬/- টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস